
প্রিয় কুমিল্লা ডেক্স :
“ড্রেজার হবে এইবার বন্ধ, সকলে হই সচেতন, থাকবো না আর অন্ধ ” এই শ্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষি জমি রক্ষায় ড্রেজার নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধইর (পূর্ব) ও শ্রীকাইল ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
এ সময় কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও ড্রেজার চালানোর অপরাধে এল.খাল, কোরবানপুর এবং চৈনপুর থেকে ৩ টি ড্রেজার ও প্রায় ২ হাজার ৫শ ফুট পাইপ এবং রোয়াচালা, চুলুরিয়া-পেন্নাই থেকে ২ টি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে শুধু কৃষি জমিই নয় বরং কৃষকের জীবিকা, আমাদের অন্ন এবং জীববৈচিত্র্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সে কারণে উপজেলা প্রশাসন সব সময় এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।