
ঢাকা, ২১ জুন ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল খুলনা শহরের টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী বাহিনী ‘বুলবুল গ্রুপের’ ০৪ জন সদস্যকে গ্রেফতার করে। অভিযান কালে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি স্থানীয়ভাবে তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৬ টি বিভিন্ন প্রকার গোলাবারুদ, ১০৫ পিস ইয়াবা এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে আজ আনুমানিক ভোর ৬ টায় চুয়াডাঙ্গা সদর এলাকায় পরিচালিত পৃথক একটি অভিযানে চুয়াডাঙ্গার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ লিমন আলীকে গ্রেফতার করা হয়। অভিযান কালে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি পিস্তলের গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।