
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সমন্বয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকালে উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। সভা শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার এলাকায় এনসিপির লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ ও এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মহসিন আলম, কুমিল্লা জেলা বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ও এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম সহ আরও অনেকে।
এছাড়া, এনসিপির যুগ্ম সমন্বয়কারী জোনায়েদ বোগদাদি, বৈষম্যবিরোধী জেলা সংগঠক নাজমুল হাসান, এনসিপি সদস্য মাজহারুল ইসলাম, সাইদুল ইসলাম, রোমান সরকার, রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারদের দ্রুত পুনর্বাসন সহ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সমুন্নত রেখে গণতন্ত্র, সাম্য ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে- এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিতসহ দেশের মানুষের কল্যাণে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।