
মো: সাইফুল ইসলাম ভুইয়া
কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমূল ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
শনিবার (৭ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের ফকিরবাজার এলাকার প্রবাসী বিএনপি নেতা মনির হোসেনের বাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সভায় বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সার্বিক উন্নয়ন, মাদক নির্মূল ও শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য। বুড়িচং-ব্রাহ্মণপাড়া আমার প্রাণের এলাকা। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দিক থেকে অবহেলিত। আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন পাই এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে এই অঞ্চলের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করবো।
আমার লক্ষ্য একটি মাদকমুক্ত সমাজ গঠন, যেখানে তরুণরা বই-কলম নিয়ে এগিয়ে যাবে। শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন আমার অঙ্গীকার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতির মাধ্যমে শান্তিপূর্ণ একটি জনপদ গড়তে চাই।
তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তির উৎস। এই জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি। ইনশাআল্লাহ, সময় এলে আপনারা পরিবর্তন নিজের চোখেই দেখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাক্সমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদুল ইসলাম। এতে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, বুড়িচং উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, কিরণ মুন্সি (শাফি) (সাবেক যুগ্ন আহ্বায়ক) কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতিদল।
ফকিরবাজার ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি এমরান চৌধুরী ও এডভোকেট কাজী মামুন।
উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরাম হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, বিএনপি নেতা নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, গাজী মো. ইসরাফিলসহ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মতবিনিময় শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাক্সমূল ইউনিয়নের ফকিরবাজার, কালিকাপুর বাজার, ছয়গ্রাম বাজার এবং রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া কামনা করেন।