
কুমিল্লা শাসনগাছা থেকে মীরপুর মেজর আবদুল গণি সড়কটি চার লাইনে উন্নতি করার দাবীতে গতকাল দুপুরে বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৫ নির্বাচনি আসনের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ডঃ মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া জামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম, তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাও.মাসুদ মৈশান, বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মোঃ সুজন চৌধুরী, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক রবিউল আলম, মোঃ কামরুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ বাসির বিএসসি, মাওলানা কামরুল হাসান সালেহী, মোহাম্মদ খোরশেদ আলম ব্যাংকার, মোহাম্মদ সিয়ানুল ইসলাম, মশিউর রহমান, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ সিয়ামসহ বুড়িচং বিপাড়ার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।