
ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি এলাকায় দাম্পত্য কলহের জেরে প্রবাসফেরত স্বামীর হাতে সাবেক স্ত্রী খুন হওয়ার পর ঘটেছে চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে প্রবাসী মোঃ রাকিবুল করিম রাকিব (৫০) বোরকা পরে কাজের মেয়ে সেজে তার ডিভোর্সী স্ত্রী রওশন আক্তারের (৪২) ভাড়া বাসায় ঢোকেন। এরপর ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর রাকিব নিজেই আত্মহত্যা করেন।
নিহত রওশন আক্তারের বাড়ি নেত্রকোনার রাজুর বাজার এলাকায় এবং রাকিবুল করিমের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। রওশন ডিভোর্সের পর দুই মেয়েকে নিয়ে গোলকিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে সংঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।