
মো: সাইফুল ইসলাম ভুইয়া :
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলহাজ্ব তাজুল ইসলাম মাস্টার সমাজকল্যাণ সংস্থার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (২৮ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দ. জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন জসিম। উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক মো. মহসিন কবির সরকার, মাওলানা রুহুল আমিন পীর সাহেব,আলহাজ আলী নোয়াব সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহম্মেদ সরকার, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া, মোঃ জয়দল হোসেন জানু মেম্বার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মাজেদুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতিবাইজিদ হোসেন রানা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ৷ অনুষ্ঠানে তিনটি বিভাগে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথি বৃন্দ৷ এসময় বিভিন্ন মাদ্রাসা প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷