
রংপুর প্রতিনিধি :
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক ব্যক্তির (৬৫) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর বাড়ি রংপুর নগরীর জলকর এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বুধবার জ্বর নিয়ে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আজ পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমাকে জানানো হয়েছে এক রোগীর শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। পরীক্ষা করে পজিটিভ ফল এসেছে।