
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এন্ড এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
গত রবিবার ২২ জুন বিশ্ববিদ্যালয় কলেজের পরিদর্শক ভাইস চ্যান্সেলরের মো: আব্দুল হাই সিদ্দিক সরকারের অনুমোদনে এই কমিটি আগামী দুই বছরের জন্য দেয়া হয়।
নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি কলেজ উন্নয়নের জন্য কাজ করে যাব যাতে করে কলেজের শিক্ষা মান উন্নয়ন করা যায়। গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থ অভাবে ঝড়ে না পরে তাদের পাশে থেকে শিক্ষার জন্য কাজ করে যাব।