
মাহফুজ আহমেদ
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে সুবিল ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম (শহীদ)। এতে সুবিল ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ গ্রহন করে৷ খেলায় দুই দলের জন্য দুটি খাসি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
এসময় খেলায় অসংখ্য দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে ফুটবল মাঠ৷ নিজ দলের সমর্থনে শ্লোগান, চিৎকারে দীর্ঘদিন পর প্রাণ ফিরে পায় মাঠটি৷ এতে খুশি স্থানীয় মানুষজন। নির্ধারিত সময় এক এক গোলের সমতায় শেষ হলে খেলা ট্রাইবেকারে গড়ায়৷ শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ৮নং ওয়ার্ড। এসময় বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি মন্ডলী৷
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম (শহীদ) বলেন, ‘আজকে গোটা সমাজ মাদকে সয়লাব হয়েছে। আমরা যুব সমাজকে যদি মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মান করা যাবে। আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে যদি কার্যকর অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যুব সমাজকে গড়ে তুলতে হবে’।