
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের তীরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মো. মারুফ হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটেছে।
মো. মারুফ হোসেন ওই এলাকার নসুর উদ্দিনের বাড়ির মৃত মমিনুল ইসলামের ছেলে। সে চট্টগ্রামে পাইপ ফিটিংসের কাজ করতো।
স্থানীয় লোকজন ও তার বড় ভাই শাহজালাল জানান, সোমবার (১৬ জুন) রাতে পরিবারের সকলের সঙ্গে খাবার খেয়ে মারুফ তার রুমে ঘুমাতে যায়। পরদিন মঙ্গলবার (১৭ জুন) তার ঘুম থেকে উঠতে দেরি দেখে তাঁর মা বেলা ১১ টায় তাকে ডাকাতি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের অন্যান্যদের জানায়। এসময় তারা ওই ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখে মারুফ বসতঘরের তীরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। পরে স্বজনরা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মারুফের মরদ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত বলেন, মারুফ হোসেনের মরদেহ ঝুলন্ত অবস্থায় তার বসতঘর থেকে উদ্ধার করে শোহরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোহয়েছেনোহয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে যুবক আত্মহত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ যানা যাবে। এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।