
জুলাইয়ের প্রথম সপ্তাহে ধার্য ছিল বিয়ের দিনক্ষণ। বর চট্টগ্রামের পটিয়ার সন্তান। ভবিতব্য স্বামীর আমন্ত্রণে বিয়ের কেনাকাটা করতেই যাওয়া হচ্ছিল চট্টগ্রামে। কিন্তু যাত্রার অল্পক্ষণের মাথায় সব শেষ। সড়ক দুর্ঘটনায় পরপারের বাসিন্দা হলেন কক্সবাজারের রামু পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া (২৩)।
সোমবার (১৬ জুন) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর ধলিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।