
নিজস্ব প্রতিবেদ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ ইউনিয়ন টাকই উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ২০২৫ উৎসব অনুষ্ঠান ৯ জুন সোমবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
চল বন্ধু ফিরে যাই শৈশবে যেখানে রয়েছে হাজারো স্মৃতি অন্তরে- এই স্লোগানকে সামনে রেখে টাকই উচ্চ বিদ্যালয়ের ২০০৩ থেকে ২০২৫ ইং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান খাঁন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মজুমদার,
আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মহোদয়গণ এবং বর্তমানে কর্মরত শিক্ষকমন্ডলী ও ২০০৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাবেক শিক্ষার্থীগণ।
রি- ইউনিয়ন -২০২৫ ইং প্রোগ্রামে সভাপতিত্ব করেন ২০০৪ ব্যাচের এবং টাকই গ্রামের কৃতি সন্তান মো: শাহীন রেজা আজাদ,অত্র প্রোগ্রাম সঞ্চালনা করেন২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাস্টার মোঃ শফিউল্লাহ খান রাসেল ও ২০০৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাস্টার মোঃ জুলহাস মিয়া। এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাদের অবদান সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তারা হলেন ২০০৪ ব্যাচের মোঃ মাজারুল ইসলাম,২০০৫ ব্যাচের শাহ রিয়াজ কবির মাসুম, ২০১১ ব্যাচের মো: রাশেদুল ইসলাম, ২০১৩ ব্যাচের মোহাম্মদ পারভেজ মিয়া, ২০১৭ ব্যাচের মোহাম্মদ সোলেমান। প্রোগ্রামে আয়োজন সফল করতে তাদের অবদান অনস্বীকার্য। প্রোগ্রামে স্মৃতিচারণ করতে গিয়ে প্রায় সবাই আবেগ প্রবন হয়ে যান অত্র স্কুলের সাবেক প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম বিল্লাল হোসেন স্যারকে স্মরণ করতে গিয়ে। সবাই অশ্রুসিক্ত নয়নে স্যারের জন্য দোয়া চেয়েছেন।
আয়োজন সফল করতে আরো যাদের অবদান ছিল তারা হলেন ২০০৫ ব্যাচের শরিফুল ইসলাম ভাসানী, ২০০৭ ব্যাচের মোঃ মাহবুব আলম ভূঁইয়া, ২০১৫ ব্যাচের মোঃ মোশারফ হোসেন আলিফ,২০০৯ সালের ব্যাচের মোঃ হুমায়ুন কবির,২০২২ ব্যাচের মোঃ হাসিব খান, ২০১৬ ব্যাচের মোঃ নিয়ন, ২০১৩ ব্যাচের মোঃ রাশেদুল ইসলাম, ২০০৯ ব্যাচের মোঃ এমরান হোসেন,২০০৫ ব্যাচের মোসা: আফরোজা আক্তার , ২০১২ ব্যাচের আনোয়ার হোসেন,২০১০ ব্যাচের এনামুল হক সহ আরো অনেকে। স্মরণ করছি ২০০৩ থেকে ২০২৫ ব্যাচের সাবেক সকল শিক্ষার্থীগণকে যাদের কারনে পুনর্মিলনী অনুষ্ঠান -২০২৫ সফলভাবে আয়োজন করা হয়েছে।